Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৪১ AM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview


সাভারে রানা প্লাজা ধসের ছয় বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পাশাপাশি নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে।

আজ বুধবার সকালে সাভারের বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে এসে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রমিকরা অবিলম্বে রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুর্ণবাসন, ও তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা দাবি করেন।

তবে পুলিশ কাউকেই বেশিক্ষণ অস্থায়ী বেদির সামনে দাঁড়াতে দিচ্ছে না। শ্রদ্ধা নিবেদন শেষেই পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে।

এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানবাহন উপস্থিত রয়েছে। পুলিশ কাউকেই বেশিক্ষণ অস্থায়ী বেদির সামনে দাঁড়াতে দেননি। শ্রদ্ধা নিবেদন শেষেই পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন কয়েক হাজার শ্রমিক।

Bootstrap Image Preview