Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার ‘জামাত আল-তাওহিদের’!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৭:৫২ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৭:৫২ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের একটি গ্রুপ। কোনো ধরনের বিস্তারিত তথ্য ছাড়া টুইটারে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া।

এছাড়া গ্রুপটির হামলার দায় স্বীকারের সংবাদ প্রকাশ করেছে রাশিয়ান সংবাদ সংস্থা টিএএসএস। তবে গ্রুপটি কোন মাধ্যম ব্যবহার করে তাদের দায় স্বীকারের তথ্য জানিয়েছে তাও জানা যায়নি।

রবিবার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার গির্জা ও অভিজাত হোটেলসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বোমা হামলায় শেষ পর্যন্ত ২৯০ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

তবে হামলার বিষয়ে শ্রীলঙ্কার পুলিশ প্রধান দশদিন আগে দেশজুড়ে এমন সতর্কতা জারির কথা জানিয়েছিলেন বলে হামলার দিনই খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। 

দেশটির পুলিশ প্রধান পিয়ুথ জয়াসুন্দর গত ১১ এপ্রিল এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতার বার্তা পাঠিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছিলেন।

সতর্ক বার্তায় তিনি বলেছিলেন, উগ্রবাদী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ গির্জা, এমনকি কলম্বোয় ভারতীয় হাইকমিশনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।

গত বছর দেশটিতে বুদ্ধ মূর্তি ভাঙার ঘটনার মধ্য দিয়ে নজরে আসে উগ্রবাদী সংগঠনটি।

Bootstrap Image Preview