Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে স্বর্ন ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়ার স্বর্ণ ব্যবসায়ী গোকুল রায়ের (৪০) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বণিক সমিতি, ব্যবসায়ি সমিতি ও এলাকার সাধারণ জনগণ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল গোকুল রায়কে গুরুতর আহত অবস্থায় সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন‎‎ ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। টিকাপাড়া মহল্লার গোকুল রায়ের বন্ধু রতন হোসেন নামে একজনকে আটক করা হয়।

Bootstrap Image Preview