Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাঙ্খিত গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা: জাকির হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


প্রাথমিক শিক্ষকদের কাঙ্খিত বেতন গ্রেড উন্নয়নের আশ্বাস দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিগগিরই শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের কাঙ্খিত বেতন গ্রেড দেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিপারপাস কাম সাইক্লোন সেল্টার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোন শিক্ষার্থী বিদ্যালয়ে এসে যেন অভূক্ত না থাকে সেজন্য বর্তমান সরকার প্রথমে ১০৪টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ চালু করেছে। পর্যায়ক্রমে সারাদেশে ‘মিড ডে মিল’ চালু করা হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই এদেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে। এরপর বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও শিক্ষা বিস্তারে কেউ এগিয়ে আসেনি। তবে, আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা এসে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছেন।

Bootstrap Image Preview