পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মায়ানমারের সাথে দীর্ঘদিন যাবত কথা বলেছি। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কোনো সহযোগীতা করছে না।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ব্রুনাই সফর নিয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমারে যাতে রোহিঙ্গাদের জন্য একটি সেফ জোন তৈরি করা হয় সে জন্য আশিয়ান ভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছি।
তিনি জানান, আশিয়ান ভুক্ত দেশ গুলো সেখানকার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষন করবেন।
এ লক্ষে ৩ রাজধানী ইয়াঙ্গুনে বাংলাদেশি-মিয়ানমারের অংশ গ্রহনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।