Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কমিউনিটি ক্লিনিকের কারণে দেশে মাতৃ ও শিশুমৃত্যু কমেছে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, কমিউনিটি ক্লিনিক স্থাপনের কারণে আমাদের দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে সরকার গঠনের পর সারাদেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। পরবর্তী সরকার এসে তা অযৌক্তিকভাবে বন্ধ করে দেয়। দেশে বর্তমানে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে।

তিনি আজ ঢাকায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের ৪১তম বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ক্ষেত্রে বাংলাদেশ একটি মডেল হিসেবে স্থান করে নিয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার  হ্রাসের ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক ডা. এম এ আজিজ এমপি ও এটিএন বাংলা টেলিভিশনের উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজীজ আলী খান।

Bootstrap Image Preview