ঢাকার কলাবাগানে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিলের সময় ১৪ মে ধার্য করা হয়েছে।
মঙ্গলবার মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ তা দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান শরীফ প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।
২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।