Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পহেলা বৈশাখে জেদ্দায় চিরাচরিত বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনুস্যলেট জেনারেলে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপিত হয়েছে। এ দিন জেদ্দা পরিণত হয় চিরাচরিত বাংলাদেশে।

রবিবার ১৪ এপ্রিল কনস্যুলেট প্রাঙ্গণে “১ বৈশাখ শুভ বাংলা নববর্ষ-১৪২৬” নামে নববর্ষ উদযাপিত হয়।

এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে কনসাল জেনারেলের স্ত্রী বেগম সাবরিনা নাহরিন পিঠা উৎসবের উদ্বোধন করেন। এতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্টাফ পরিচালিত ১টি এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা ও ইংরেজি শাখার ২টি স্টল অংশগ্রহণ করে। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোঃ আমিনুল ইসলাম-এর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

এরপর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে সাহিত্য সম্ভার, কবিতাপাঠ, বাউলগানও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বৈশাখের উপর সমবেত ও একক গান এবং একক, দ্বৈত ও দলীয়নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারি, জেদ্দা’স্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজি শাখা) এর শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সন্ধ্যায় কনস্যুলেট ভবন আলোকসজ্জা করা হয়।

Bootstrap Image Preview