Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেরোবিতে ১৪ লক্ষ টাকা চাঁদা দাবি, ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জিডি

আদিব হোসাইন, বেরোবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউট এবং শেখ হাসিনা ছাত্রী হল ভবনে গিয়ে ১৪ লক্ষ টাকার চাঁদা দাবি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া।

এ মর্মে রবিবার (১৪ এপ্রিল) রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। 

ডায়েরিতে তিনি জানান, গত ১২ এপ্রিল বিকাল ৩টায় আমি নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের সাইটে অফিস কক্ষে অবস্থান করার সময় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া আমার অফিস কক্ষে এসে ১৪ লক্ষ টাকার চাঁদা দাবি করেন। এসময় ১ লক্ষ টাকা সেদিন সন্ধ্যার মধ্যে দাবি করেন এবং বাকি ১৩ লক্ষ টাকা পরবর্তীতে দিতে হবে বলে হুমকি দিয়ে যান।

এসময় প্রজেক্টের ইনচার্জ ইঞ্জিনিয়ার ইকবাল বাহারকে টাকা দেওয়ার চাপও সৃষ্টি করেন তুষার কিবরিয়া। এছাড়াও শ্রমিকদের উপর বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রদর্শন করে কাজ বন্ধ করে দিয়ে যান। এরপর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে চাঁদা দাবি করেছে এবং হুমকি দিয়েছে তাই আমি নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।

অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্নীতি, অনিয়ম আর বিশৃঙ্খলা এবং স্বেচ্ছাচারীতাকে চাপা দিতে আমার উপর এই অভিযোগ এনেছে। প্রশাসনের বিরুদ্ধে তাদের দুর্নীতির কথা তুলে ধরায় তারা আমাকে এবং ছাত্রলীগকে কোণঠাসা করতে এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, আমি উপাচার্য মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমার কাছে বিষয়টা দেখার জন্য সময় নিয়েছেন। 
 

Bootstrap Image Preview