সবাইকে বাংলা ভাষায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় তিনি প্রশ্ন করেন, 'আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই পান্তাভাত খেয়েছেন?'
রবিবার (১৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি এখান থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য খুবই এক্সসাইটেড হয়ে আছি। ময়মনসিংহে আমি সাত বছর ছিলাম। এরপর ঢাকায় চার বছর এফসিপিএস করেছি। এখানে এসে মনে হচ্ছে, আমার দ্বিতীয় বাড়িতে এসেছি।
পরে দুপুরে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
এ সময় তিনি বলেন, ভালো চিকিৎসক হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। এজন্য কখনোই রোগীকে অবহেলা করা যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক হওয়া আর দশটা পেশার মত নয়। তাই চিকিৎসকদের সব সময়ই সচেতন থাকতে হয়। যতক্ষণ দায়িত্ব থাকবে, ততক্ষণ চিকিৎসকদের গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে আজ বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে তিনি সস্ত্রীক ময়মনসিংহে পৌঁছান। সঙ্গে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রীও। অনুষ্ঠান শেষে ভুটানের প্রধানমন্ত্রী জেনারেল সার্জারি বিভাগ পরিদর্শন করেন। সবশেষে কলেজের ২৮ ব্যাচের বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি।