Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর প্রত্যয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


সাতক্ষীরায় বাংলা নববর্ষ ১৪২৬ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৭টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এতে সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেয়।

পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমরা আর কোন নুসরাত, আর কোন মানুষের প্রাণ অকালে ঝরে যাক তা চাই না। ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে আসুন এক সাথে যুদ্ধে নামি।

অনুষ্ঠানে বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য উপস্থাপন করে মঙ্গল শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তোলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুল, সাতক্ষীরা সিলভার জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল, ম্যাধমিক শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও পিএন হাই স্কুল এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উদীচীকে পুরস্কৃত করা হয়।

এদিকে, বর্ষবরণে পৌর দিঘীতে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা, শহিদ আব্দুর রাজ্জাক পার্কের বৈশাখী মেলা প্রাঙ্গণে হা ডু ডু খেলা, লাঠিখেলা, মোরগ লড়াই, সঙ্গীত প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

Bootstrap Image Preview