Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুস্থ্য হয়ে উঠছেন ওবায়দুল কাদের, জানালেন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:২০ PM

bdmorning Image Preview


বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সেতুমন্ত্রী এ শুভেচ্ছা বার্তা পাঠান।
 
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের লিখেছেন, ‘লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়/ ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের/ডানা মেলে। তবুও .../ নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই/ সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে/ শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলে। শুভ নববর্ষ।’

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। বর্তমানে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে কাদেরের হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

ওই দিন রাতেই মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

সেখানে আইসিইউতে কয়েক দিন রেখে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে কাদেরকে ১৩ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়।

পরে ২০ মার্চ কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়।

Bootstrap Image Preview