Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলিন্ডার বিস্ফোরণ: জীবন দিয়ে ৩০ জনকে প্রাণে বাঁচাল কুকুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জীবনের বিনিময়ে ভয়াবহ আগুন থেকে ৩০ জনকে প্রাণ বাঁচিয়েছে একটি কুকুর। শুক্রবার ভারতের উত্তর প্রদেশের বান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। খবর-টাইমস নাউ অনলাইন।

৩০ জনকে বাঁচালেও শেষ পর্যন্ত বাচেঁনি ওই কুকুরটি। একটি সিলিন্ডার বিস্ফোরণে মারা যায় কুকুরটি।

জানা গেছে, এক প্রতিবেদনে বলা হয়, যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে ৩০ জনের মতো মানুষ থাকেন। শুধু কুকরটির ক্রমাগত ঘেউ ঘেউ করার কারণে তারা আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে ভবন থেকে দ্রুত বেরোতে পারেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আগুন দেখেই কুকুরটি ক্রমাগত চিৎকার করতে শুরু করে। এতে সবাই দ্রুত সচেতন হয়ে নিরাপদে বেরোতে পারেন। পরে সিলিন্ডার বিস্ফোরণে কুকুরটি মারা যায়।

Bootstrap Image Preview