Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গণধর্ষণ ও নারী নির্যাতনের জন্য ‘তেঁতুল-তত্ত্বই’ দায়ী: ইনু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview


সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি বলেছেন, নুসরাত জাহান রাফি হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলো গণধর্ষণ ও নারী নির্যাতনের জন্য 'তেঁতুল তত্ত্বের' প্রচারক ও সমর্থকরাই দায়ী।

আজ শনিবার বেলা ১১ টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'আন্দোলন৭১ ডটকম' এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে তেঁতুল তত্ত্বের সমর্থক ও প্রবর্তকরা আমাদের মেয়েদের ধর্ষণ করেছে, হত্যা করেছ, পুড়িয়ে মেরেছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সাথে গর্ভবতী নারীদেরও হত্যা করা হয়েছিল। এর সাথে জড়িত ছিল সামরিক শাসন, জঙ্গিবাদ ও তেঁতুল তত্ত্বের প্রবর্তক ও সমর্থকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক তথ্য কমিশনার গোলাম রহমান ও সাবেক হুইপ আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে 'অনলাইন সাংবাদিকতাঃ চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন  আন্দোলন ৭১ ডটকম'র সম্পাদক হাকিম মাহি।

ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, তেঁতুল তত্ত্বের বিরুদ্ধে এখন সোচ্চার হতে হবে। ইতিপূর্বে ১০ বছর সময় লেগেছে রাজাকার ও জঙ্গিবাদ মুক্ত করতে। কিন্তু এখনো নারী নির্যাতন, ধর্ষণের মত অপরাধগুলো নির্মূল করা সম্ভব হয়নি। এসব নির্মূলে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

তিনি বলেন, সামরিক শাসন ও বিশৃঙ্খলা জঞ্জাল অর্থনীতির জন্ম দেয়।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, নীতি-নৈতিকতা ছাড়া সাংবাদিকতা সম্ভব নয়। প্রযুক্তি ও সাংবাদিকতা এখন একে অপরের পরিপুরক।

তিনি বলেন, এখন ৪৪টি টেলিভিশনের অনুমোদন দেয়া হয়েছে। ৩৩টি টেলিভশন সম্প্রচারে আছে। ৬ হাজার কোটি টাকা এখাতে বিনিয়োগ করা হয়েছে। এই খাতে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

গোলাম রহমান বলেন, গণমাধ্যমে জনগণের অংশগ্রহণ এখন কত শতাংশ সেটি মূল্যায়ন করার সময় এসেছে।

তিনি বলেন, অনলাইনে কন্ট্যান্ট প্রচুর। এক্ষেত্রে সঠিক সংবাদ ও কন্ট্যান্টটি বেছে নিতে হবে। সংবাদ প্রকাশে বাধা হতে পারে এমন নীতিমালা প্রয়োজন নেই।

তিনি বলেন, সাংবাদিকতায় বাধা দিলে ফেক নিউজের জন্ম হয়। এটি থেকে সাংবাদিকতা মুক্ত করতে হলে অবাধ ও দায়িত্বশীল তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।

আলোচনায় আরও অংশ নেন সিনিয়র সাংবাদিক রাহুল রাহা, সারাবাংলা.নেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান, এবি নিউজের সম্পাদক সুভাস সিংহ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান সফিউল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিছুল ইসলাম, প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান ড. কাবিল খান, স্টেট ইউনিভার্সির সাংবাদিকতা বিভাগের প্রধান সাহস মোস্তাফিজ, বিডিমর্নিং এর হেড অব নিউজ ফারুক আহমাদ আরিফ, আন্দোলন৭১ এর প্রকাশক সোহেল আহমেদ ও ব্যবস্থাপনা সম্পাদক ওসমান গনি প্রমুখ।

গোলটেবিল বৈঠকের আগে একটি শোভাযাত্রা বের করা হয়। সার্ক ফোয়ারে থেকে শুরু হয়ে সিরডাপে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

Bootstrap Image Preview