Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বব্যাংক-আইএমএফ বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৯:২৬ AM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview


সাইবার ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তন ও অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজের কৌশল নির্ধারণ করতে শুরু হয়েছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠকে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বেসরকারি বিনিয়োগ বিষয়ক আলোচনা।

সংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশ তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বের নীতি-নির্ধারকদের কাছে তুলে ধরবে। এছাড়া সব দেশের প্রবৃদ্ধিকে আরও টেকসই করা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের উদ্বেগ কমিয়ে আনার কৌশলও খুঁজে বের করার জন্য আলোচনা হবে বৈঠকে।

বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ ১৮৯টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নিচ্ছেন। অংশ নিচ্ছেন ২ হাজার ৮০০ অতিথি, ৩৫০টি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ৮০০ সাংবাদিক ও সুশীল সমাজের ৫৫০ জন প্রতিনিধি।

বাংলাদেশ প্রতিনিধি দলে অর্থমন্ত্রী ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদসহ ১৫ জন।

জানা গেছে, বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠকে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা বেশি শুরু পাচ্ছে। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি তাদের পূর্বাভাসে বলেছে, ২০১৯ এবং ২০২০ সালে কমপক্ষে ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি কমবে বিগত বছরগুলোর তুলনায়।

বিশ্ব অর্থনৈতিক খাতের নেতারা একমত হয়েছেন, ২০১৮ সালের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে, এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এই বাণিজ্যযুদ্ধকেন্দ্রিক উদ্বেগ কিভাবে কমানো যায়, সেটি চলমান বৈঠকে আলোচনা হবে।

এছাড়া বৈঠকে গুরুত্ব পাচ্ছে সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, সাইবার ঝুঁকি, জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক মাইগ্রেশন সংক্রান্ত ইস্যু।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নারীর আর্থিক অন্তর্ভূক্তি ও নীতি-নির্ধারণ বিষয়ে একটি বৈঠকে অংশ নেবেন গভর্নর ফজলে কবির। তিনি বলেন, অর্থমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে বৈঠক নিয়ে ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview