Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাতের গায়ে আগুনের ঘটনা ‘নাটক’, বলেছিলেন ওসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৮:১৩ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৮:১৩ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে থানার ওসি নুসরাতের গায়ে আগুনের ঘটনাকে নাটক বলেছিলেন বলে অভিযোগ নুসরাতের ভাইয়ের।

সোনাগাজীর ওসির বিরুদ্ধে মামলার এজাহার পরিবর্তনের চেষ্টারও অভিযোগ উঠেছে। তিনি ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার প্রতিবাদে যাতে কোনো মিছিল বের না হয় সেজন্যও তৎপর ছিলেন বলে অভিযোগ।

এদিকে পুড়িয়ে হত্যা চেষ্টার পর ওসি প্রকাশ্যেই সংবাদমাধ্যমকে বলেছিলেন যে, এটা আত্মহত্যার চেষ্টাও হতে পারে।

এ প্রসঙ্গে নুসরাতের ভাই রাশেদুল হাসান রায়হান বুধবার ডয়চে ভেলেকে বলেন, সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনও অধ্যক্ষের পক্ষ নিয়েছিলেন।

তিনি ধর্ষণ চেষ্টা ও গায়ে আগুন দেয়ার ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করেছিলেন। আমার বোনের নিরাপত্তাহীনতার কথা জানানোর পরও কোনো নিরাপত্তা দেয়া হয়নি।

Bootstrap Image Preview