Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়া বাংলাদেশের সকল উন্নয়ন কার্যক্রমের অংশীদার হতে প্রস্তুত: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview


রাশিয়া বাংলাদেশের সকল উন্নয়ন কার্যক্রমের অংশীদার হতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় দায়িত্বরত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ।

আজ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর  রাজ্জাক এমপি’র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভের নেতৃত্বে এক প্রতিনিধি দলে সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদানের কথা স্মরণ করেন।

রাষ্ট্রদূত বলেন, আলুসহ অন্যান্য কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্র রাশিয়া বাংলাদেশ যৌথভাবে কাজ করবে।

রাশিয়া বাংলাদেশের সকল উন্নয়ন কার্যক্রমের অংশীদার হতে প্রস্তুত বলে তিনি জানান।

এ সময় কৃষিমন্ত্রীকে রাশিয়া পরিদর্শনের আহ্বান জানান।

কৃষিমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৭২ সালের ২৫ জানুয়ারি থেকে চলমান রয়েছে। বর্তমানে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আস্থার সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সাথে মিলে মিশে কাজের প্রয়াস অব্যাহত থাকবে। রুশ বিনিয়োগকারিদের বাংলাদেশের কৃষিখাত পরিদর্শন করার আমন্ত্রণ
জানান।
 
বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশের উন্নয়নের ধারা আরো দ্রুত এগিয়ে নিতে সকল সেক্টর দ্রুত ডিজিটালাইজ করতে হবে।
    
প্রতিনিধিদের মধ্যে ছিলেন মিখাইল পটাপোভ, আলেকজান্ডার মোস্কালেনকো, মিয়া সাত্তার, মোঃ আমিরুজ্জামান।

Bootstrap Image Preview