Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৫ মিনিটের মধ্যে বৃষ্টি হবে কিনা জানিয়ে দিবেন ছাতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


ঘর থেকে রৌদ্রজ্জ্বল দিন দেখে ছাতা ছাড়াই বেরিয়েছেন, কিছুক্ষণ পরই শুরু হল ভারি বর্ষণ। কিংবা ছাতা নিয়ে বের হয়েছেন কিন্তু সেটি বাসে ফেলে কিংবা কোথাও আড্ডা দিতে গিয়ে ফেলে এসেছেন। এই দুই সমস্যার সমাধানই দেবে স্মার্ট ছাতা। যার নাম উমব্রেলা। ফ্রান্সের প্যারিসভিত্তিক একটি কোম্পানি এটি তৈরি করেছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের ভিডিও অনুযায়ী, ছাতাটির হাতলে একটি চিপ রয়েছে, যা স্মার্টফোনের অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। যার মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে বৃষ্টি হবে কিনা সেটি ছাতাটি জানিয়ে দিতে পারবে। আবার কোথাও ছাতা ফেলে গেলে স্মার্টফোনের বার্তা পাঠিয়ে তা আপনাকে মনে করিয়ে দিবে।

স্মার্ট ছাতাটি নিয়ে ৫৭ সেকেন্ডের ভিডিও তৈরি করে টুইটারে দিয়েছে ম্যাশেবল। গত ৮ এপ্রিল টুইটের পর সেটি একদিনে সোয়া দুই লাখ বার দেখা হয়েছে।-ডয়চে ভেলে

Bootstrap Image Preview