Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া মিয়ানমারের দায়িত্ব: মার্কিন সিনেটর

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস্টোফার মরফি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া মিয়ানমারের সরকারের দায়িত্ব-কর্তব্য।

৯ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস্টোফার মরফির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএসআইডি প্রশাসনিক কর্মকর্তা মার্ক গ্রিন।  

পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকালে বলেন, মার্কন যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের উভয় কক্ষেই যেন মিয়ানমারের দ্বারা রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করতে যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে সেটি বন্ধে চাপ দেয়া হয়। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের যেন দ্রুত নিজ দেশে ফিরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণ করে।

তিনি বলেন, ১৯৯০ সালের চুক্তি অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নানা ধরনের তালবাহানা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় ক্রিস্টোফার মরফি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া মিয়ানমারের সরকারের দায়িত্ব-কর্তব্য। তাদের অবশ্যই রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতেই হবে।

রোহিঙ্গাদের বিপদের দিনে পাশে থাকায় বাংলাদেশের সরকারকে ধন্যবাদ দেন তিনি।

বৈঠকে ইউএসআইডি প্রশাসনিক কর্মকর্তা মার্ক গ্রিন বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থেকে কাজ করবো আমরা।

তিনি বলেন, এই সমস্যার উৎস মিয়ানমার তাই তাদেরকেই এটি সমাধান করতে হবে।

Bootstrap Image Preview