Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদ্রাসাছাত্রীর চিকিৎসার বিষয়ে আজও সিঙ্গাপুরে কথা বলবেন মেডিকেল বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ মাদ্রাসাছাত্রীর চিকিৎসার বিষয়ে আজও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলবে মেডিকেল বোর্ড।

বুধবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় আবারও সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে কথা বলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি ‍জানান, ছাত্রীর অবস্থা আগের মতোই আছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। আজকে আমরা আবার সিঙ্গাপুর তার চিকিৎসার বিষয়ে কথা বলব।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রাসাছাত্রীর চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মেডিকেল বোর্ড। এরপরই ওই ছাত্রীর অস্ত্রোপচার করা হয়। লাইসাপোর্টে রেখেই দুই ঘন্টাব্যাপী এই অস্ত্রোপচার করা হয়।

প্রসঙ্গত ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর ওই ছাত্রীর (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন।

Bootstrap Image Preview