সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে হোটেল আল নাখিল, বিশায় ১৯ হতে ২০ এপ্রিল পর্যন্ত Machine Readable Passport (MRP) নবায়ন করা হবে।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
শুক্রবার সকাল ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাদের এমআরপি'র মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হওয়ার পথে তাদেরকে এমআরপি নবায়নের জন্যে পাসপোর্টের মূলকপিসহ মূল ইকামা সাথে নিয়ে আসতে হবে।
নবায়নের জন্যে শ্রমিকদের ১২৫ রিয়াল ও পেশাজীবীদের ৪১৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। এমআরপি ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট সাথে আনতে হবে।