Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শুকরিয়া আল্লাহর কাছে, খেলার পারমিশন পেয়েছিঃ তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview


দীর্ঘ দিনের ইনজুরি কাটিয়ে ডিপিএলের সুপার লিগের  মধ্যে দিয়ে আবারো মাঠে ফিরছেন জাতীয় দলের পেস বোলার তাসকিন আহমেদ।  আগামীকাল লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে মাঠে নামবেন তিনি।

অনেক দিন মাঠের বাহিরে থাকায়  অনেকটা হাপিয়ে উঠেছিলেন এই ডান হাতি পেসার। তাই ডিপিএলে খেলার পারমিশন পেয়ে উচ্ছ্বাসিত তাসকিন বলেন, এটাই আমার স্বপ্ন, এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার পারমিশন পেয়েছি। আল্লাহ চাইলে আগামীকাল থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।'

মাঠে নামার আগে কতটুকু ফিট সেটাও জানিয়ে দিলেন,কাল ম্যাচ হবে। এর আগে আমি ফুল রান আপে তিনটা সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। যদিও এক্তু...মানে... আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভালো অবস্থায় আছি।'

দীর্ঘ দিন পর আবারো বল হাতে মাঠে নামছেন। তাই বাড়তি কোন চাপ কাজ করছে কি না জানতে চাওয়া হলে তিনি আরো বলেন, চাপ তো সবসময় অনুভব করি। ভালো না করলেই সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। কারণ এটা বড় আসর। এখানে ফিট না হলে সুযোগ পাব না।'

Bootstrap Image Preview