Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে চৈত্র মাসের শেষের দিকে কালবৈশাখী ঝড়ে বোরোধান, গাছপালা ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় রয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে দশটার শুরু হয়ে আধাঘন্টা স্থায়ী হয় এই তুফান।

জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ অন্ধকার করেই প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়।এতে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য কাঁচা বাড়িঘর ভেঙ্গে পড়েছে। লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষতির পরিমাণ জানা য়ায়নি। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পারলাম ফেঞ্চুগঞ্জসহ সিলেটের অনেক অঞ্চলে সামনের দিনগুলোতে ঝড়, ভারীবৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে।  তাই  ৮০ ভাগ বোরোধান পাকা হলে তিনি কর্তন করার পরামর্শ দেন। 

Bootstrap Image Preview