Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


ঢাকায় দায়িত্বরত ভারতের শ্রীমতী রীভা গাঙ্গুলী দাশ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ৮ এপ্রিল-২০১৯ হাইকমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এদিকে হাইকমিশনার প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উন্নয়ন অংশীদারিত্ব বিষয়ে আলোচনা করেন।

রীভা গাঙ্গুলী দাশ বাংলাদেশে ভারতের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার। বাংলাদেশে হাইকমিশনার হিসেবে যোগদানের পূর্বে তিনি ভারত সরকারের স্বতন্ত্র সংস্থা ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক সংসদের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Bootstrap Image Preview