মালয়েশিয়ায় গতকাল মুতিয়ারা কায়ামাস নামক কোম্পানির বিদেশি কর্মী বহনকারী বাস দুর্ঘটনায় ১৪ জন নিহতের মধ্যে ৫ জন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
আজ মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার মুতিয়ারা কায়ামাস নামক কোম্পানির বিদেশি কর্মী বহনকারী একটি বাস ৭ এপ্রিল ২০১৯ রাত ১১ টার দিকে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় বাসে ৪৩ জন বিদেশিকর্মী ছিলেন। এ দুর্ঘটনায় বাসচালকসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশিকর্মী রয়েছেন মর্মে প্রাথমিকভাবে জানা গেছে।
এছাড়া অপর ৪জন বাংলাদেশি আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
তাদের বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনা করে বলা হয়, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দুর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে হাইকমিশনের কর্মকর্তাগণ দুর্ঘটনাস্থল, হাসপাতাল ও পুলিশ স্টেশন পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে দেশে মরদেহ প্রেরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের চিকিত্সার তদারকি করা হচ্ছে।