Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক হ্যাক

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:২২ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক হ্যাক করা হয়েছে জানান তারা।

দক্ষিণ কোরিয়ার সিলউস্থ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

দক্ষিণ কোরিয়ার সিউলস্থ এই https://www.facebook.com/BangladeshEmbassySeoul ফেসবুক লিংকে ক্লিক করলে Sorry, this content isn't available right now.The link you followed may have expired, or the page may only be visible to an audience you're not in. Go back to the previous page· Go to News Feed· Visit our Help Center লেখা ভেসে উঠছে।

দূতাবাস সূত্র জানায়, কে বা কারা সিউলে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক হ্যাক করেছে তা এখনো চিহ্নিত করা যায়নি। এ নিয়ে আমরা তদন্ত করছি।

Bootstrap Image Preview