বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপে উন্নয়ের সাফল্য দেখতে ঢাকায় আসবেন মরক্কোর অর্থমন্ত্রী মোহাম্মদ বেঞ্চাবোন।
তিনি ৬ এপ্রিল দেশটিতে সফররত বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেন।
মরক্কো সরকারের পৃষ্ঠপোষকতায় ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) ৫-৬ এপ্রিল ২০১৯ মরক্কোর মারাক্কাসে “ট্রান্সফর্মিং ইন এ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড: এ রোড টু এসডিজি’স” শীর্ষক ৪৪তম বার্ষিক সভায় যোগদান উপলক্ষে সেখানে অবস্থান করছেন আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবারের বার্ষিক সভার চেয়ার ও মরক্কোর অর্থমন্ত্রী মোহাম্মদ বেঞ্চাবোনের সাথে এক বৈঠকে মিলিত হয়ে ঢাকায় আমন্ত্রণ জানান।
বৈঠকে দু'দেশের অর্থমন্ত্রী পারস্পারিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের অর্থমন্ত্রী বিগত ১০ বছরে দেশের সকল অর্থনৈতিক সূচকে প্রভূত উন্নয়নের বিষয়ে মরক্কোর অর্থমন্ত্রীকে অবহিত করেন।
তিনি দেশে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগকে টেকসই করার জন্যই সরকার এই শিল্পাঞ্চলগুলো গড়ে তুলেছে। তিনি এ সকল বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে পিপিপি পদ্ধতিতে তৈরি পোষাক শিল্প, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, চামড়াজাত পন্য উৎপাদনে বিনিয়োগের জন্য মরক্কোর প্রতি তিনি অনুরোধ জানান। এসকল পণ্য মরক্কোর বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশিধিকারের বিষয়েও অনুরোধ করেন।
মরক্কোর অর্থমন্ত্রীকে বাংলাদেশের অর্থমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে, মোহাম্মদ বেঞ্চাবোন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া অবিশ্বাস্য সফলতা দেখার জন্য তিনি শীঘ্রই বাংলাদেশ সফর করবেন।
বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে দু'দেশের অর্থমন্ত্রী আশাব্যক্ত করেন।
উক্ত বৈঠক দুটির সময় ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।