Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুকে নিয়ে নাটক নির্মাণ-লেখালেখি জন্য ট্রাস্টের অনুমোদন প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview


এখন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে কোনো নাটক নির্মাণ, লেখালেখি বা ক্রীড়ানুষ্ঠান-টুর্নামেন্ট আয়োজনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে ট্রাস্টের সাধারণসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে ১৩টি প্রতিষ্ঠানের নামকরণ এবং ৫০ হাজার ২০০ টাকা শিক্ষাবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। 

এর আগে আলোচনার শুরুতেই ট্রাস্টের কোষাধ্যক্ষ এএম রফিকের মৃত্যুতে শোক পালন করা হয়। 

এ সভায় আরও উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাফিজুর রহমান প্রমুখ। 

Bootstrap Image Preview