Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যারা স্বাধীনতাবিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক: গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করে, স্বাধীনতা বিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই।আমাদের পরিষ্কার কথা, জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে, মানুষের সেবায়, সেটাই হবে রাজনীতি’।

শুক্রবার বিকেলে (৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ কংগ্রেস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপূর্তমন্ত্রী। দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেছেন, ‘যারা বাংলাদেশের উন্নয়নের পথে বাধা, দেশের উন্নয়নে ধ্বংসাত্মক কর্মসূচি দেয়, রাজনীতির নামে পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারে, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, মানুষের গণতান্ত্রিক চলার পথে বাধা সৃষ্টি করে তাদের রাজনীতি বাংলাদেশে বেশি দিন থাকবে না।’

বিরোধী রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের বলতে চাই, আপনাদের অন্ধকার, ভুল পথ থেকে ফিরে আসুন। নইলে একটা সময় দেখা যাবে মুসলিম লীগের মতো আপনাদের অস্থিত্ব খুঁজতে হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে।’

শ. ম. রেজাউল করিম বলেন, ‘রাজনীতির ব্রত হতে হবে আত্মোৎসর্গের। এখন কোনো কোনো ক্ষেত্রে নিজের বিত্ত বৈভবের রাজনীতি দেখি। এটা তো রাজনীতি হওয়ার কথা ছিল না। রাজনীতি বলতে আমি শ্রেষ্ঠ নীতিকে বুঝি, রাজনীতি মানে রাজার নীতিতে আমি বিশ্বাস করি না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার রাজনীতি তৃণমূল থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ছিন্নমূল মানুষ থেকে উর্ধ্বমুখী সকলের জন্য সম অধিকার নিশ্চিত করার রাজনীতি। সে লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। তাই যে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশকে আজ বলা হয় উন্নয়নের রোল মডেল।’

‘একশর উর্ধ্বে রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তারা যতবার কথা বলতে চেয়েছেন ততবার তিনি তাদের কথা শুনেছেন। এটাই হলো রাজনীতির সৌন্দর্য যে, পরমিতিসহিষ্ণু হতে হবে। সকলের কথা শুনতে হবে। না হলে গণতন্ত্র অর্থবহ হয় না অর্থহীন হয়ে যায়,’যোগ করেন গণপূর্তমন্ত্রী।

কংগ্রেসের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মনে করি মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করতে হবে। রাজনৈতিক নেতারা কেন দুর্নীতিবাজ হবে? তাদের বিরুদ্ধে কেন দুর্নীতির মামলা হবে? রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু আমরা মনে করি কেউ যেন শত্রু না হয়।

রাজনীতি নিয়ে আমার প্রতিপক্ষ থাকতে পারে, তাদের সঙ্গে রাজনীতির মতাদর্শ নিয়ে আলোচনা, যুক্তি উপস্থাপন, খণ্ডন হতে পারে। এভাবেই আমরা রাজনীতি করতে চাই। গুণগত মান এবং সৃজনশীলতার রাজনীতি ছাড়া মানুষের কল্যাণ হতে পারে না। সেই কল্যাণের পথে আপনারা সবাই শামিল হোন।’

বাংলাদেশে কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল, মো. জিয়াউর রহমান জিয়াসহ দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতারা।

Bootstrap Image Preview