Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমি নিতান্তই বোকা, কিছুটা মূর্খও: তসলিমা নাসরিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview


বিভিন্ন সময় নানা বিষয়ে সমালোচনা করে প্রায়ই বিতর্কে জড়িয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এবার অন্য বিষয় নয়, নিজেকে নিয়েই সমালোচনা করে ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন। সেখানে তিনি নিজেকে বোকা, নিঃস্ব এবং কিছুটা মূর্খও বলেছেন।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস্টি দেন তিনি 

স্ট্যাটাসটি নিম্নে হুবুহু তুলে ধরা হলো-

‘আমি কিন্তু মোটেও চালাক চতুর, অথবা বুদ্ধিমতী নই। নিতান্তই বোকা, কিছুটা মূর্খও, আর অনেকটাই উদাসীন। আমার বোকামোর জন্য জীবনে ঠকেছি বিস্তর। এখনও ঠকি। এই যে আমি আজ নিঃস্ব, এই যে আমার পায়ের তলায় মাটি নেই, যা অর্জন করেছিলাম, সব যে এক এক করে হারিয়েছি আমি, এই যে আমি আজ কেউ নই, সব কিছুর পেছনে দায়ী কিন্তু আমিই। যা ছিল আমার, আমি তার কিছুই ধরে রাখতে পারিনি। বোকামোর জন্যই পারিনি। হাতের মুঠোয় হীরে ছিল, ফেলে দিয়েছি। না, হীরেকে কাঁচ ভেবে ভুল করে ফেলে দিইনি, হীরেকে হীরে ভেবেই ফেলে দিয়েছি।’

লেখিকা আরও লেখেন, ‘আজ সব কিছু হারিয়ে, যশ খ্যাতি প্রতিপত্তি, অনুরাগী, শুভাকাংঙ্ক্ষী, বন্ধু বান্ধবী --- আমি একা। এ কারণে আমি কাঁদতে বসে যাইনি কিন্তু। বাকিটা পথ একাই চলব যেমন চলছি।  জগত সংসার নিয়ে এমনই উদাসীন থাকব, যেমন আছি। চরিত্র কি চাইলেই বদলানো যায়! এই চরিত্রে মানুষকে বিশ্বাস করা আর প্রচণ্ড পরিমাণে বেহিসেব আছে। দুঃখ করি না, অতি সামান্য ঘিলু নিয়ে আমি যে এখনও খেয়ে পরে বেঁচে থাকতে পারছি, এটাই তো অনেক।’

Bootstrap Image Preview