Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিবিয়ায় বাংলাদেশীদের জন্যে জরুরি সতর্কবার্তা জারি

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীদের জন্যে জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস লিবিয়া। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করে দূতাবাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ার সাম্প্রতিক আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে দেশটির সরকার স্টেট অব এলার্ট ঘোষণা করেছে।

এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলী ও এর পার্শ্ববর্তী শহর সমূহে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো।

এছাড়াও লিবিয়াস্থ প্রবাসীবৃন্দকে যেকোন জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

Bootstrap Image Preview