জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৪০তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে কাতার সফরে যাচ্ছেন ১২ সংসদ সদস্যসহ সংসদের ৯ কর্মকর্তা।
৬ থেকে ১০ এপ্রিল কাতারের রাজধানী দোহায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়বেন প্রতিনিধিরা।
প্রতিনিধি দলে রয়েছেন, হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, এম. আবদুল লতীফ, মো. হাবিবে মিল্লাত, আব্দুস সালাম মুর্শেদী, মো. আবদুস সোবহান মিয়া, মো. আফতাফ উদ্দিন সরকার, জুয়েল আরেং, শেখ তন্ময় এবং পনির উদ্দিন আহমেদ। এ ছাড়াও প্রতিনিধি দলে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ৯ কর্মকর্তা রয়েছেন।
জানা গেছে, ১৬০টি দেশের ১৬০০ ডেলিগেট এই সম্মেলনে অংশ নেবেন। এর মধ্যে বিভিন্ন দেশের ৮০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, ৮০০ সংসদ সদস্য থাকছেন। যার মধ্যে ৩০ শতাংশ নারী, ১৯ শতাংশ তরুণ সংসদ সদস্য থাকছেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘শাস্তি, নিরাপত্তা এবং আইনের শাসনের জন্য শিক্ষা বৃদ্ধির প্ল্যাটফরম হিসেবে সংসদ’।
কাতার প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে। দেশটি ২০০৬ সালে আইপিইউয়ের সদস্য হয়।
প্রসঙ্গত, সফর শেষে স্পিকার ৯ এপ্রিল দেশে ফিরবেন। আর প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের ১১ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।