Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলবাসীর জন্য ১০ কোটি ডলার মঞ্জুর

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


প্রথমবারের মতো বাংলাদেশের উপকূলীয় ও নদী তীরবর্তী ক্ষুদ্র দ্বীপগুলোতে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা কার্যক্রম জোরদারে এডাপটেশন ফান্ড বাংলাদেশের জন্য ১০ কোটি ডলার মঞ্জুর করেছে।

এই বরাদ্দ ‘এডাপটেশন ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট ভালনারেবল অফসোর স্মল আইল্যান্ড এন্ড রিভারাইন চরল্যান্ড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে ব্যয় করা হবে।

পরিবেশ মন্ত্রণালয় এবং ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এন্ড দ্য ইউনাইটেড ন্যাশন’স ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের কিয়োটো প্রটোকলের অধীনে এই তহবিল গঠিত হয়। ৮০টি গুচ্ছ অভিযোজন প্রকল্পসহ জলবায়ু অভিযোজন ও বিরূপ অবস্থা মোকাবেলায় সক্ষমতা অর্জনে ২০১০ সালের পর থেকে এই তহবিল থেকে ৫৩২ মিলিয়ন ডলার ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়।

Bootstrap Image Preview