Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পোমপিউ এর সাথে আসন্ন বৈঠক সম্পর্কে জানাতে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় দায়িত্বরত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পোমপিউ এর বৈঠকটি আগামী ৮ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান।

বিশেষ করে দু'দেশের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, গ্যাস উত্তলনে বিনিয়োগ, বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ সাফল্যজনক।

মন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সামুদ্রিক সম্পদ উত্তলন ও বিনিয়োগ বৃদ্ধিতে মার্কিনরা সহায়তা করতে পারে।

রাষ্ট্রদূত বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হতে পারে। তা ছাড়া সামাজিক অর্থনীতি বিষয়টিও আলোচনা স্থান পাবে।

Bootstrap Image Preview