Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে নাঈমকে ৫ হাজার ডলার দেয়ার ব্যাপারে যা বললেন সেই যুক্তরাষ্ট্র প্রবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানির পাইপের ছিদ্র অংশ পলিথিন দিয়ে পেঁচিয়ে দুই হাতে চেপে ধরে আলোচনায় এসেছে ছোট্ট শিশু নাঈম। মুহূর্তের মধ্যেই বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যায়।

এদিকে শিশুটির এমন কাজে মুগ্ধ হয়ে ও তার পরিবারে আর্থিক অসঙ্গতির কথা জেনে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে অনেকই। তাদের একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ওমর ফারুক সামি, যিনি নাঈমকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দেন। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্বও নিতে চান।

বিষয়টি আলোচনায় আসার পর টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় নাঈমের একান্ত সাক্ষাৎকার নেন। নাঈম সাক্ষাৎকার দেয়ার সময় তার বাবা-মা সঙ্গে ছিলেন। প্রশ্নোত্তরের এক পর্যায়ে উপস্থাপক জয় নাঈমের কাছে জানতে চান পুরস্কারের সেই টাকাগুলো নাঈম নেবে কি-না? আর নিলেও সেই টাকা কিভাবে খরচ করবে?

এ সময় জবাবে নাঈম জানায়, সেই টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায়। ছেলের এ জবাবে সায় দেন তার মা-বাবাও।

এরপর উপস্থাপক জয় পাল্টা প্রশ্ন করেন, এতিমখানায় কেন টাকা দিতে চায় নাঈম। জবাবে নাঈম জানায়, কয়েক বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে। তাই এই টাকা সে এতিমদের দিতে চায়।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারটি ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়। শিশু নাঈমকে জয়ের এ ধরনের প্রশ্ন করাটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করতে থাকে নেটিজেনরা। এ বিষয়ে নেটিজেনদের ভাষ্য, ‘শিশু নাঈম নিজ থেকে এসব কথা বলেনি। উপস্থাপক জয় তাকে কথাগুলো শিখিয়ে দিয়েছেন। সাক্ষাৎকারে শিশুটির কথা বলার ধরনেই তা প্রকাশ পেয়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাঈমকে সাহায্য দানের প্রতিশ্রুতি দেয়া সেই যুক্তরাষ্ট্র প্রবাসীও তার কথা ফিরিয়ে নেন। তিনি বলেন, ‘পাঁচ হাজার ডলার নাঈমকে দেবেন না। নাঈম রাজনীতির শিকার জানিয়ে ওমর ফারুক সামি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।’

কিন্তু সর্বশেষ শিশু নাঈমের আরেকটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সাংবাদিক ও উপস্থাপক আমিরুল মোমেনিন মানিক তার ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উপস্থাপক মানিক বিভিন্ন প্রশ্নের এক পর্যায়ে নাঈমের কাছে জানতে চান, ‘তোমার মা কষ্ট করে সংসার চালাচ্ছেন, তোমার পড়াশোনার খরচ বহন করছেন, তোমার নিজেরই টাকা দরকার, তাহলে তুমি কেন সে টাকা নিজে না রেখে এতিমদের দিয়ে দিতে চাও? এটা কী তোমার মনের কথা?’

এ সময় জবাবে নাঈম অকপটে বলছে, ‘না, এটা বলতে তারা শিখিয়ে দিয়েছিল।’

এরপর উপস্থাপক মানিক বলেন, ‘যিনি তোমাকে টাকা দিতে চেয়েছিলেন তিনি এখন বলেছেন আর টাকা দেবেন না। তুমি কী টাকাটা চাও?’

এ সময় নাঈমের জবাব, ‘আমি ওই কথা না বুঝে বলেছি, আমি টাকা চাই, আমার পড়াশোনার জন্য টাকা চাই।’

একই প্রশ্ন করা হয় নাঈমের মাকে। তিনি বলেন, ‘নাঈম ছোট মানুষ, তাই না বুঝে এসব বলেছে। আমি গরিব মানুষ, টাকাটা আমারই দরকার। সে টাকা অন্যদের দিয়ে দিলে আমার নাঈমকে আমি কীভাবে মানুষ করব!’

এদিকে নাঈমকে পাঁচ হাজার ডলার দেয়ার ঘোষণাকারী সেই যুক্তরাষ্ট্র প্রবাসী তার আগের বক্তব্যে অটল রয়েছেন, এমন একটি সাক্ষাৎকার ইউটিউবে প্রকাশ করেছেন বাংলাদেশের এক সময়কার তুমুল জনপ্রিয় সাংবাদিক, অনুসন্ধানধর্মী অনুষ্ঠান একুশের চোখের সাবেক উপস্থাপক ইলিয়াস হোসাইন। বর্তমানে ইলিয়াসও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এদিকে তার চ্যানেলে পাওয়া ভিডিওতে দেখা যায়- ওমর ফারুক সামি বলছেন, ‘তিনি জানতে পেরেছেন শিশু নাঈমকে শিখিয়ে দেয়ার কারণে সে খালেদা জিয়ার প্রসঙ্গে কথা বলেছিল, যা পরে তারা ভুল বুঝতে পেরেছে। শিশু নাঈমকে পর্যায়ক্রমে ঘোষণাকৃত টাকাটা দেবেন তিনি।’

Bootstrap Image Preview