Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুইদিনের সফরে কাল ঢাকা আসছেন থাই পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে দুদিনের সফরে আগামীকাল বুধবার ঢাকা আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই।

ঢাকা সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের দেয়া নৈশভোজে অংশ নেবেন থাই পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও থাই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।
থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই এর আগে ২০১৭ সালে ঢাকা সফর করেন।

এ ছাড়া গত বছরের মে মাসে থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন ঢাকা ও চট্টগ্রাম সফর করেন।

Bootstrap Image Preview