Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফোর্বস-এর তরুণ উদ্যোক্তার তালিকায় দুই বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস-এর ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি তরুণ। তারা হলেন কার্টুনিস্ট মোরশেদ মিশু (২৫) ও রাইড শেয়ারিং সার্ভিস 'পাঠাও' এর সহ-প্রতিষ্ঠাতা হোসেন ইলিয়াস (২৯)।

‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০১৯’ নামের এই তালিকায় ১০ শ্রেণিতে ৩০ জন করে ৩০০ তরুণের নাম রয়েছে। এদের মধ্যে  মিডিয়া, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিভাগে মোরশেদ মিশু প্রথম এবং হুসেইন ইলিয়াস কনজুমার টেকনোলজি বিভাগে দশম অবস্থানে রয়েছেন।

ফোর্বস বলছে, হুসেইন ইলিয়াস এবং শিফাত আদনান (বয়স ৩০ ঊর্ধ্ব) মিলে চালু করেন রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও। বর্তমানে পাঠাওয়ের শুধু মোটরবাইক আর কার রাইড শেয়ারিং সার্ভিস বাংলাদেশের ৫টি শহর ও নেপালের কাঠমান্ডুতে অর্ধ কোটি যাত্রীকে সেবা দিচ্ছে।

অন্যদিকে, ‘গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ কার্টুন নিয়ে তালিকায় এসেছে মোরশেদ মিশু। এই চ্যালেঞ্জে মিশু বিশ্বজুড়ে চলমান ভয়াবহ বিভিন্ন যুদ্ধের ওপর কার্টুন বা ব্যঙ্গচিত্র তৈরি করে আলোচনায় আসেন।

Bootstrap Image Preview