Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

আবুল হাসেম, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview


খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য জাহেদুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। খাগড়াছড়ি জেলা পরিষদের সম্পত্তি দখল ও আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর থানায় দুদক চট্টগ্রাম- ২ এর উপ সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

একই সাথে তার বিরুদ্ধে সরকারি অর্থ ক্ষতির অভিযোগও করা হয়েছে। জাহেদুল আলম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা।
মামলার সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জাহেদুল আলম জেলা পরিষদের মালিকাধীন মার্কেটের তিন তলা ভবনের আবাসিক হোটেল জোরপূর্বক দখল করে সরকারি অর্থ ক্ষতি ও আত্মসাৎ করেন। এতে সরকারি ১৯ লক্ষ ৮২ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের পক্ষ থেকে সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

 

 

Bootstrap Image Preview