Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শপথ নিয়ে যা বললেন মোকাব্বির খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ মঙ্গলবার শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সিলেট-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান। দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ বাক্যপাঠ করেন গণফোরামের এ নেতা।

শপথ নেওয়ার পর মোকাব্বির খান সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্ট আমাকে মনোনয়ন দেয়নি। আপনারা জানেন ঐক্যফ্রন্ট আমাকে মনোনয়ন না দেওয়ার পরে যিনি মনোনীত হয়েছিলেন, উনাকে আমি আশীর্বাদ জানিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলাম।

তিনি বলেন, মনোনয়ন পাওয়ার পরে আইনি জটিলতায় উনি নির্বাচন করতে পারেননি। তখন আমার দল (গণফোরাম) আমাকে বারবার ফোন করেছে। আমি আমার দলের অনুরোধে এসেছিলাম এবং এটাকে সৌভাগ্য বলেন আর যেটাই বলেন আমার মনোনয়নটা আমি উইথড্র করতে পারিনি। আর এই না পারাটা সৌভাগ্যের ব্যাপার ছিল।

তিনি আরও বলেন, আমার মধ্যে খুব আফসোস ছিল যে আমি নিজেই আমার ভোটটা দিতে পারবো না। আমার নামে একটা প্রতীক বরাদ্দ হয়ে গেছে। সেটা আমি আমার ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলাম। সেটাই হয়তো আমার নিয়তি।

শপথ যখন নিলেন এত দেরি করে কেন নিলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন, আপনারা জানেন, পরে শপথ নেওয়ার কারণটা হলো-আমাকে একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়েছে। আমার দলের মধ্যে একটা ঐক্যমত্য সৃষ্টি করতে হয়েছে। দলীয় একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। যার কারণে আমাকে দেরি করতে হয়েছে।

এর আগে ৭ মার্চ শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৬ মার্চ সন্ধ্যায় সিদ্ধান্ত পাল্টান মোকাব্বির খান। দলীয় চাপের মুখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে ওইদিন অর্থাৎ ৭ মার্চ শপথ নেন গণফোরামের আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান। তিনি সিলেট-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জয়ী হন।

Bootstrap Image Preview