Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্দর উন্নয়নে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে এমওইউ স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশ এবং কোরিয়া প্রজাতন্ত্রের বন্দর ও এর আওতাধীন এলাকা উন্নয়নে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আজ এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষরিত হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং কোরিয়া প্রজাতন্ত্রের মহাসাগর ও মৎস্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কিম ইয়াং সু নিজ নিজ দেশের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকে বন্দর উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনিক, প্রযুক্তিগত ও মানব সম্পদের পারস্পরিক  বিনিময় এবং তার মাধ্যমে পারস্পরিক  সুযোগ-সুবিধার বিস্তার ঘটবে।

বন্দর উন্নয়নে বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা; সীমিত প্রবেশাধিকার বা গোপনীয় তথ্য ব্যতীত পোর্ট ও টার্মিনাল অপারেশনের ক্ষেত্রে প্রযুক্তি, প্রকৌশল, নির্মাণ ও সংশ্লিষ্ট শিল্পসমূহের তথ্য এবং অভিজ্ঞতা বিনিময়; পোর্ট বিশেষজ্ঞসহ মানব সম্পদ বিনিময় এবং প্রশিক্ষণ প্রদান;  বন্দর প্রকৌশল, নির্মাণ ও পরিচালনা প্রকল্পে আগ্রহের ভিত্তিতে যৌথ অংশগ্রহণ; বন্দর উন্নয়নের জন্য প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ে সহায়তা প্রদান; বন্দর উন্নয়নে কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা তৈরিতে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার অন্য যে কোন ক্ষেত্রে সহযোগিতা এবং সহায়তার বিষয় উক্ত এমওইউ’র অধীনে পাওয়া যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, কোরিয়া প্রজাতন্ত্রের মহাসাগর ও মৎস্য মন্ত্রণালয়ের  পোর্ট  ইনভেস্টমেন্ট কর্পোরেশন ডিভিশনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর কি সিয়াং হো এবং এসিসটেন্ট ম্যানেজার সিউ সিউং রিয়ং উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview