Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে এক রাতে ৪টি গরু চুরি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৫:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিলেটের ফেঞ্চুগঞ্জে একই রাতে দুটি বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়ে গেছে। চোরেরা গোয়াল ঘরের দরজা কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায়।

রবিবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দনারাম গ্রামের দনারাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া আনহার এবং সানু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে গরুর মালিক প্রতিদিনের মতো গরুর ঘরের দরজা-জানালা বন্ধ করেন। বিকেল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড ঝড়-তুফান হওয়াতে বাড়িতে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় রাতের খাবার খেয়ে বাড়ির সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন।

সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখা যায় গরু ঘরের দরজা-জানালা খোলা। এগিয়ে গিয়ে দেখেন ঘরে গুরুগুলো নেই। ৪টি গুরুর বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে গরুর মালিকরা জানান।

এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান গরুর মালিকরা।

Bootstrap Image Preview