Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক প্রস্তাব গৃহিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৮ মার্চ বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ নিহত ও অর্ধশত আহত হওয়ার ঘটনায় মন্ত্রিসভা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে না হয় এজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview