Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বুধবার, আগষ্ট ২০২৫ | ২২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৬ ঘণ্টা পর উদ্ধার পদ্মার চরে আটকে পড়া ফেরি ‘রামশ্রী’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০১:০৫ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০১:১৮ PM

bdmorning Image Preview


শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ঝড়ের কবলে চরে আটকা ফেরি ‘রামশ্রী’ অবশেষে উদ্ধার হয়েছে। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার বেলা সোয়া ১০টার দিকে ফেরিটি উদ্ধার হয়।

এর আগে কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি রবিবার সন্ধ্যায় ঝড়ের কবলে নৌ-রুটের হাজরা পয়েন্টের কাছে চরে উঠে যায়। ফেরিতে ১২টি বড় যানসহ মোট ২০ যান ও কয়েক শ’যাত্রী নিয়ে আটকা পরে। এতে ফেরিতে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। অনেক চেষ্টায় সোমবার জাহাজ দিয়ে ফেরিটি টেনে নামানো হয়।

সোমবার বেলা সোয়া ১১টায় ফেরিটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। তবে অনেক যাত্রী আগেই ট্রলারে ও স্পিডবোডে করে তীরে এসে গন্তব্যে রওনা হন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলিম জানান, ফেরিটির তেমন কোন ক্ষতি হয়নি। সকল যাত্রী এবং যানবাহন নিরাপদে তীরে পৌঁছেছে। এ ছাড়া ফেরিটির নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Bootstrap Image Preview