Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘পুড়ে যাওয়া মার্কেট দ্রুত সংস্কার না করলে রাস্তায় বসে যাবো’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


পুড়ে যাওয়া মার্কেট সংস্কার করে না দিলে মঙ্গলবার (২ এপ্রিল)  থেকে রাস্তায় বসে ব্যবসা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন গুলশান-১ নম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচা বাজার ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দীন মোহাম্মদ।

তিনি বলেন, কবে থেকে মার্কেটের সংস্কার কাজ শুরু করবেন, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সুস্পষ্ট ঘোষণা না দিলে প্রয়োজনে নিজেরা মার্কেট পরিষ্কার করে বসে পড়বো।

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। 

দীন মোহাম্মদ বলেন, আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব মার্কেট চালু করে দিন। কিন্তু মেয়র সাহেবের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা পাচ্ছি না। যদিও মেয়র বলেছেন, দ্রুততম সময়ে মার্কেট চালু করে দেবেন। কিন্তু কবে নাগাদ তা চালু করে দেবেন, সেটা স্পষ্ট করে কিছু বলছেন না। 

এসময় মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার খরব পেয়ে ৫টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করের ফায়ার সার্ভিস কর্মীরা। প্রথমে ৭টি ইউনিট কাজ শুরু করলেও পর্যায়ক্রমে ২০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ডিএনসিসি মার্কেটের প্রায় ২৯১টি দোকান পুড়ে যায়।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঐ সময় মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে গিয়েছিল।

Bootstrap Image Preview