রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের বিভিন্ন ফ্লোর ও অফিস মালিকদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস, পুলিশের বিভিন্ন বিভাগ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভবনের ভেতরে প্রবেশ করেছেন।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে পুলিশের নেতৃত্বে ১৯টি টিম ভবনটিতে প্রবেশ করে। ৯ জন করে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, প্রতি ফ্লোরের মালিকদের দুই জন প্রতিনিধি, প্রতিটি অফিসের দুই জন করে প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মিলিয়ে প্রতি টিমে মোট ১৫ জনের মতো সদস্য রয়েছেন। সবমিলিয়ে দুই শতাধিক ব্যক্তি ভবনে প্রবেশ করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসগুলোতে প্রতিনিধিরা যাবেন। তারা গিয়ে নিজ নিজ অফিসের অবস্থা দেখে আসবেন। এছাড়া অফিসে যদি মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা থাকে তা সঙ্গে করে নিয়ে আসবেন।
শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিস তাদের কাজ শেষ করে পু্লিশের কাছে ভবন হস্তান্তর করে। এরপর ভবেন থাকা অফিসগুলোর মালিক বা প্রতিনিধিদের ভেতরে নিয়ে যাওয়া হয়। মূলত, অফিসের অক্ষত মালামাল মালিকদের বুঝিয়ে দিতে তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এদিকে আরএফ প্রোপার্টিজ লি. সূত্রে জানা গেছে, ভবনটির ২২ তলায় সর্বমোট ২৯টি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এসব প্রতিষ্ঠানের ২ জন করে প্রতিনিধি ভেতরে যান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধারের কাজে সহায়তা করে। এ ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৪ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।