Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ামি ওপেনের সেমিতে ফেদেরার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


মিয়ামি ওপেন টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরার। প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনকে ৬-০, ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেন ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিপক্ষ কানাডার ডেনিস শাপোভালোভ।

২০১৭ সালে সর্বশেষ মিয়ামির শিরোপা জিতেছিলেন ফেদেরার। এবার চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মিশন শুরু করেছেন তিনি। লক্ষ্যের পথেই রয়েছেন ফেদেরার। সপ্তমবারের মত টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন ফেদেরার। এবারও সেমির ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদি ফেদেরার, ‘শিরোপায় চোখ রেখে এবার যাত্রা শুরু করি। আত্মবিশ্বাস আছে আবারো শিরোপা জিততে পারবো। তবে সামনের চ্যালেঞ্জগুলো কঠিন হবে এবং আমাকে পরিশ্রম করতে হবে।’

বিশতম বাছাই কানাডার ডেনিস শাপোভালোভ ৬-৭ (৫/৭), ৬-৪ ও ৬-২ গেমে ২৮তম বাছাই ফ্রান্সিস তিয়াফোকে পরাজিত করে সেমিতে নাম লেখান।

Bootstrap Image Preview