Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অগ্নিকাণ্ডের ঘটনায় ভালোভাবে তদন্ত হওয়া দরকার: ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একের পর এক ভবনে অগ্নিকাণ্ড ঘটছে। এসব ঘটনায় সরকারের জাতীয় কমিশন গঠন করা উচিত।  

শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কিভাবে মানুষ আগুন থেকে বাঁচতে ঝাপ দিয়েছে তা ভয়াবহ দুর্ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল। এখন এবিষয়ে ভালোভাবে তদন্ত হওয়া দরকার।

তিনি আরও বলেন, জাতীয় কমিশনে ইমারত বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদেরকে রাখতে হবে। সেগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। বারবার যেন এ ধরনের ঘটনা না ঘটে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র‍্যাব পুলিশ তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। 

Bootstrap Image Preview