ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর বনানীর এফআর টাওয়ার কিভাবে তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে বনানী এফ আর টাওয়ারের আশেপাশের বহুতল ভবনগুলোর ফায়ার এবং বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিক কাছে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, কোনো অনিয়ন হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন কথা না বলে অ্যাকশনে যেতে হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, যে সব জায়গায় কারখানা তৈরিতে অনিয়ম হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হব। ইতেমধ্যে অনেক কারখানায় নোটিশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২২ ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র্যাব-পুলিশ তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছেন।