রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রাজশাহী আইটি-আইটিইএস জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ জনশক্তির চাহিদা বেড়ে গেছে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলাই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আইসিটি কোর্স চালু করেছি।
শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষাগ্রহণের জন্য স্কুলগুলোয় ৯ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করেছি।বিশ্ববিদ্যালয়গুলোতেও বিশেষ ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছে।
মেলায় ঢাকা, রাজশাহী, যশোরসহ দেশের প্রায় অর্ধশত আইটি বিষয়ক প্রতিষ্ঠান স্টল দেয়। মেলায় আইটি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রায় পনেরো হাজার তরুণ-তরুণী অংশ নেয়। এদের মধ্যে ৬ হাজার জন চাকরিপ্রার্থী প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেন এবং ৩'শ জনকে প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়।
এছাড়াও মেলায় বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক ৪টি সেমিনার অনুষ্ঠিত হয়।
মেলায় রোবোটিক্স এক্সিভিশন অ্যান্ড কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিম। তাদেরকে পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও মেলায় রোবট সোফিয়ার আদলে তৈরি পেরু নামের একটি রোবট প্রদর্শন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় টিএসসিসি প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন, রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।
সমাপনী অনুষ্ঠানে রাবি মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু প্রমুখ উপস্থিত ছিলেন।