পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, নানাজন নানা কথা বলছে। রোহিঙ্গারা যদি নোয়াখালীর জেলার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে সমস্যা বোধ করে তবে সেখানে নেওয়া হবে না।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে যৌথভাবে বিশ্বের বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশি টিভি চ্যানেল দেখার ‘সেট-টপ’ বক্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ভাসনচরে রোহিঙ্গাদের জন্য মহাযজ্ঞ আয়োজনের বিষয়ে সাংবাদিকদের এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা ধারণা করি, তারা (রোহিঙ্গা) সেখানে (ভাসানচর) ভালো থাকবে।’
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, স্বেচ্ছার ভিত্তিতে আগামী মাসে ভাসানচরে প্রায় এক লাখ রোহিঙ্গা পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নানা শর্তের কারণে এটা কখন বাস্তবায়ন সম্ভব হবে, তা তাঁরা জানেন না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়টি দেখভাল করছে।
কক্সবাজার জেলায় প্রায় ১১ থেকে ১২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ ঠাঁই দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে আমরা ২৩ হাজার পরিবার অথবা এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার চেষ্টা করছি।’